গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তার দাবি

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৫:১০ পিএম
গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তার দাবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিয়ুক্তরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে, এমন অভিযোগ পাওয়া গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যদের। ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচার দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছেন। 

শুক্রবার সকালে ধাপেরহাট বন্দরে গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার পরিবারও উপস্থিত ছিল। মানববন্ধনে বক্তারা জানান, রবিউল ইসলাম ও একই গ্রামের আব্দুর রহিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ১৭ জুন গভীর রাতে রহিম মিয়ার নেতৃত্বে একটি দল পেট্রোল ঢেলে রবিউলের বাড়িতে আগুন দেয়।

অগ্নিকাণ্ডে পুড়ে যায় চার কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর, একটি টিনসেড ঘর এবং একটি মনোহারি দোকান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি রবিউলের।

রবিউল ইসলাম জানান, ঘটনার তিন দিন পর ২০ জুন তিনি সাদুল্লাপুর থানায় রহিম মিয়া ও তার সাতজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন, তবে দেড় মাসেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এবং তদন্তে কোনো অগ্রগতি হয়নি। উপরন্তু, আসামিরা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সতর্ক করে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুতই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে