গাজিপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার ( ৭ আগষ্ট) রাতে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। গাজিপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা দৈনিক প্রতিদিনের কাগজের ষ্টাফ রিপোর্টের মো. আসাদুজ্জান তুহিণকে কুপিয়ে হত্যা করেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিলো। সাংবাদিক তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও তরছিলেন, তখন সন্ত্রাসীরা তুহিনকে ধাওয়া করে হত্যা করে। ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এ তথ্য জানিয়েছে পুলিশ।
আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
আজ শুক্রবার ( ৮ আগষ্ট) বিকাল ৪ টায় বাজিতপুর সিনেমা হল মোড়ে বাজিতপুর সাংবাদিকতার মুক্ত মঞ্চ ব্যানারে এই হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন রকর্মসূচী পালন করেন।
মানববন্ধন সাংবাদিক হত্যার বিচার চাই; মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই; সত্য বলা কী অপরাধ? তাহলে সাংবাদিক হত্যা কেন ইন্টেরিম জবাব দে, জবাব দিতে হবে লেখা সম্বলিত পোস্টার হাতে নিয়ে দাঁড়ান সতীর্থ সাংবাদিক বৃন্দ।
সাংবাদিকরা বলেন, সাংবাদিক আসাদুজ্জান তুহিন শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের উপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না। এই ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে। এ হত্যার দায় কিছুতেই সরকার এড়িয়ে যেতে পারে না।