চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৬:৩০ পিএম
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আবুল কামেশকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আবুল কাশেম ভুজপুর থানাধীন পূর্ব মুসলিমপুর এলাকার মৃত শফিউল আলমের ছেলে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টায় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আসামি আবুল কামেশকে গ্রেপ্তার করা হয়। সে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি। তাকে ভুজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে