চলনবিলে ছয় লাখ টাকার চায়না জাল জব্দ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৬:৫১ পিএম
চলনবিলে ছয় লাখ টাকার চায়না জাল জব্দ

সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে ছয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। শুক্রবার দিনব্যাপি সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে দেড় শতাধিক চায়না জাল জব্দ করে উপজেলা প্রশাসন। পরে পেট্রোল বাংলা পয়েন্ট এলাকায় জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে দেয়া হয়।

এসময় বিলের জীববৈচিত্র্য ও পোনা মাছ রক্ষায় পয়েন্টের বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালান উপজেলা নির্বাহী কর্মকর্ত মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন সহ বাংলাদেশ সেনাবাহিনী ও মৎস্য অধিদপ্তরের লোকজন। এদিকে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

আপনার জেলার সংবাদ পড়তে