নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ আসামী আটক

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০১:৩১ পিএম
নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ আসামী আটক

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (০৮ আগষ্ট-২০২৫) রাত ২১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনার তেরখাদা উপজেলার ধানখালি বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও তেরখাদা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী হাসান ভূইয়া (বয়স ৩৩) কে আটক করা হয।  পরবর্তীতে তার ভাড়াকৃত দোকান তল্লাশি করে ইয়াবা ৩১ পিস, স্মার্ট ফোন- ১টি, দেশীয় কুড়াল- ১টি, হাতুড়ি- ১টি, টর্চলাইট- ২টি, রড ২টি এবং নগদ ৪,১০০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, হাসান ভূইয়া উক্ত এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ডেকোরেটর ব্যাবসার আড়ালে দীর্ঘদিন ইয়াবা বেচাকেনার সাথে জড়িত ছিলো। স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক এবং  মালামালসমূহ  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে