গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যা প্রতিবাদে শনিবার(৯ আগস্ট) সকালে ভালুকা প্রেস ক্লাবের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ভালুকা প্রেস ক্লাবের সদস্য ছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। মাববন্ধন থেকে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকে নেয়ার জন্য জন্য জোরদাবি জানিয়েছেন।
বক্তব্য রাখেন,ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জলের ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, এসএম শাহ জাহান সেলিম, মোখালেছুর রহমান মনির,মোঃ জহিরুল ইসলাম জুয়েল, মো ঃ আলমগীর হোসেন,আব্দুর সবুর বাকী বিল্লাহ,আতাউরর রহমান তরফদার,মনিরুজ্জামান মনির, মোঃ আক্কাছ আলী,আনোয়ার হোসেন তরফদার, মর্জিনা আক্তার মনি,আনোয়ার হোসেন তরফদার,সুমন ও হাবিবুর রহমান শান্ত।