গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে শনিবার সকালে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে একর্মসূচীর আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এসময় ইমরান হোসেন, মোকাররম মামুন, রবিউল হোসাইন, খায়রুল আলম খোকন, গাজী মোবারক, শাহাদাত হোসেন রতন, আতা রাব্বী জুয়েল, মোঃ শাহ জালাল মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, মাসুম মাহমুদ, ফাহাদুল ইসলাম, আকতার হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।