পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৩:২৩ পিএম
পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন

আজ পাঁচবিবিতে পাঁচবিবি প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা ও আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে অনতিবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রফেসর আাজাদ আলী পাঁচবিবি পৌর প্রেসক্লাব সভাপতি প্রভাষক আহসান হাবিব পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি পাঁচবিবি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু ও পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবু প্রমুখ। মানববন্ধনে অংশ গ্রহন করেন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের প্রায় অর্ধশত।

আপনার জেলার সংবাদ পড়তে