পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। জানা গেছে, কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল (৫৫) রবিবার ২২ ডিসেম্বর বিকালে কাউখালী থেকে তার ছেলের সাথে মোটরসাইকেল যোগে কুয়াকাটা যাবার পথে বরিশাল কুয়াকাটা সড়কের আমতলী নামক স্থানে বিপরীত দিকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুল জলিল গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় তার সাথে থাকা তার ছেলে কলেজ ছাত্র শাহরিয়া নাফিস আহত হন। নিহত শিক্ষকের ছেলে শাহরিয়া নাফিজ জানান, মোটরসাইকেলে বাবাকে নিয়ে কুয়াকাটা যাবার পথে আমতলী নামক স্থানে বিপরীতমুখী একটি টমটম তাদের মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তার বাবার মাথায় গুরুতর যখম হয়। নিহত আব্দুস জলিলের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। নিহত জলিলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। তার অকাল মৃত্যুতে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যু তারা যেন কিছুতেই মেনে নিতে পারে না।