সাংবাদিক তুহিন হত্যায় খুনীদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৬:১৮ পিএম
সাংবাদিক তুহিন হত্যায় খুনীদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে, ৯ আগষ্ট শনিবার  জেলা শহরের আখরাবাজার ব্রীজ সংলগ্ন বিজয় চত্ত্বরে বেলা বারোটা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আবহাওয়ার প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা পোষণ করতে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম,বাংলাদেশ   জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এড. শেখ মাসুদ ইকবালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ভিপি সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন - কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মু আ লতিফ, সাবেক সহ সভাপতি আলম সারোয়ার টিটু, সহ সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি,  সাবেক সহ সম্পাদক আহমেদ ফরিদ, কার্যকরী কমিটির সদস্য আমিনুল হক সাদী, কাউসার টিটু, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, হাওর টাইমস এর সম্পাদক খায়রুল ইসলাম ভূঁইয়া, আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, এখন টিভি’র জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, সাউথ এশিয়ান টাইমস-এর জেলা প্রতিনিধি মো. মনির হোসেন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ, প্রমূখ।

অপর দিকে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় আটক ও নেপথ্যে যারা রয়েছে সুষ্ঠু তদন্তে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, সেই সাথে সাংবাদিক সাগর রুনি হত্যা বিচারের পাশাপাশি সবধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে