কালীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে: ফজলুল হক মিলন

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৬:৫৩ পিএম
লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে: ফজলুল হক মিলন
তোমরা যারা বৃত্তি পেয়ে ভাল ফলাফল করেছো তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। বৃত্তি পরীক্ষায় যে সাফল্য পেয়েছো তা যেনো সারা জীবন বজায় থাকে। তোমাদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। সারা বিশ্বের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বিসমিল্লাহ্ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সব কথা বলেন। মোল্লা কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মো. গোলজার হোসেন মোল্লার সার্বিক তত্বাবধানে মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শামীমা সুলতানা রিনা’র সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মো. আহমেদুল কবির খান নাইম, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মো. হারুন অর রশিদ দেওয়ান, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকার। বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাছুম শাহরিয়া এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহিম শেখ, মানিক মাস্টার, মোয়াজ্জেম হোসেন রাসেল মাস্টার, মোতাহার শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে