মদনখালী ফ্রী চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ শাহ আলম ইসলাম (নিতুল); শ্রীনগর, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৭:১৫ পিএম
মদনখালী ফ্রী চিকিৎসা ও  শিক্ষা উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের উদ্যােগে ছাত্রছাত্রীদের মাঝে ফ্রী চিকিৎসা ও শিক্ষা উপকরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 

শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপি মদনখালী উচ্চ বিদ্যালয় ও প্রাইমারী স্কুলে ফ্রী চিকিৎসা, ল্যাপটপ,কম্পিউটার,প্রিন্টার ও ফটোকপি মেশিন বিতরণ করা হয়।

ফ্রি চিকিৎসা  ক্যাম্পের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস ও চক্ষু পরিক্ষা করে তাদের মাঝে চশমা বিতরণ করে।

পরে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা  প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে মগ ও তাদের মাঝে গাছের চারা দেওয়া  হয়।  

লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের সভাপতি, সজিব আহম্মেদের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের সাঃ সম্পাদক নুরুল আলম,লায়ন আবু বক্কর সিদ্দিক,লায়ন হামিদ উদ্দিন আহম্মেদ, মদনখালীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাহারুল ইসলাম বাহার,সাঃ সম্পাদক ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রাছাত্রী ও অভিভাবকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে