বিরল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:০২ এএম
বিরল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

দিনাজপুরের বিরলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পূণরায় সভাপতি নাজমুল ইসলাম ও সম্পাদক সেলিম রেজাকে নিযুক্ত করে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।   রবিবার সকালে বিরল উপজেলা মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি নাজমুল ইসলাম ও সম্পাদক সেলিম রেজাকে নিযুক্ত করে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। পরে নবনিযুক্ত সকল সদস্যকে শপথ পাঠ করান সভাপতি নাজমুল ইসলাম। শপথ বাক্য পাঠ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি আজমির হোসাইন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মোঃ এনামুল হোক। আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুর রশিদ। পরে নাজমুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে