বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কচুয়া উপজেলায় এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৯ আগস্ট কচুয়া উপজেলার কচুয়া আলিম মাদ্রাসার হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির মো: আতিয়ার রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রেজাউল করিম।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, জেলা সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, জেলা যুব বিভাগের সভাপতি ও বাগেরহাট-২ আসনের মনোনীত প্রার্থী এস এম মনঞ্জুরুল হক রাহাত, জেলা নায়েবে আমীর এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, “দেশ ও জাতির সার্বিক কল্যাণে আদর্শ ও দক্ষ কর্মী গড়ে তোলার কোনো বিকল্প নেই। আত্মশুদ্ধি ও চারিত্রিক গুণাবলি বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
শিবিরে অন্যান্য বক্তারা আদর্শিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি ও সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই শিবিরে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনার সেশনের মাধ্যমে কর্মীদের মানোন্নয়ন এবং দায়িত্ববোধ জাগরণের কার্যক্রম পরিচালিত হয়।