সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসীর দাবী জানিয়েছে দাকোপ প্রেসক্লাব

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৮:২৩ পিএম
সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসীর দাবী জানিয়েছে দাকোপ প্রেসক্লাব

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের ষ্টার্ফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডে জড়িত সকল খুনীদের ফাঁসীর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসাবে অপরাধ কর্মকান্ডের ভিডিও ধারনের কারনে প্রকাশ্যে শত শত মানুষের সামনে একজন সাংবাদিককে এমন নির্মম হত্যাকান্ডের শিকার হতে হওয়া মানে দেশে সাংবাদিকদের জীবনের কোন নিরাপত্তা নেই। এ ঘটনার তীব্র নিন্দা এবং সকল খুনীদের দ্রুত আইনী প্রক্রিয়া শেষে ফাঁসীর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, নবনির্বাচীত সভাপতি শামীম হোসেন, কোষাধক্ষ্য বিধান চন্দ্র ঘোষসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ সারা দেশে সংগঠিত সকল সাংবাদিক হত্যাকান্ড এবং হয়রানী নির্যাতনের ঘটনায় দৃশ্যমান বিচার দাবী করে বলেন, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগলে দেশে সুশাসন বাধাগ্রস্থ হবে। সমাজে অন্যায় অবিচার দখলবাজি চাঁদাবাজি বৃদ্ধি পাবে। তুহিন হত্যাকান্ডের ঘটনায় ন্যায় বিচার করে প্রশাসন সাংবাদিকদের ভীতিকর পরিবেশ থেকে মুক্ত করে পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। একই সাথে নিহত সাংবাদিক তুহিনের অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে