জয়পুরহাটের ক্ষেতলালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহতের ঘটনা ঘটে। গত ৮ আগস্ট শুক্রবার সকাল ১০টার
উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ তাওসারা মৈয়ুম শেরকোলা মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৈয়ুম শেরকোল গ্রামের নুর-নবী সহ তার স্ত্রী শান্তনা বিবি(৩৮), ও ছোট ভাইয়ের স্ত্রী মেরিনা বিবি। অভিযুক্তরা হলেন, মৈয়ম শেরকোল গ্রামের অজির সরদারের ছেলে আজিজার (৬২), তোফাজ্জল (৫৮), সিরাজুল ইসলাম (৫০), সাইদুল ইসলাম (৪৫), রেজাউল (৪৮), নাহারুল (৪৪),। একই গ্রামের আমজাদ সাখিদারের ছেলে আলামিন, মো. এনামুল (৩৮), সিরাজুলের স্ত্রী বিউটি (৪২) ও তোফাজ্জলের ছেলে জনি (২৮)।
এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সকাল ১০টায় নুরুনবীর দখলকৃত পৈত্রিক জমিতে ধানের চারা রোপন করছিলেন। ওই সময় অভিযুক্তরা দক্ষিণ তাউসারা মৌজার ওই জমিতে চারা রোপনে বাধাঁদেয়। নুরুন্নবী ও তার লোকজন প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র ও বাঁশের লঠি দিয়ে নুরুন্নবীসহ তার স্ত্রী শান্তনা বিবি ও ছোট ভায়ের স্ত্রী মেরিনাকে লাঠি দিয়ে আঘাত করে ও তাকে কিল, ঘুষি, লাথি মারা হয় এবং পড়োনের কাপড় টেনে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এছাড়া নুরুন্নবীকেও টেনে-হিঁচড়ে জমিতে ফেলে মারধর করে আহত করে এবং ১৮০ শতক জমির সব চারা উপরে ফেলেদেয়। এতে নুরুন্নবীর ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ বিষয়ে অভিযুক্ত আজিজার রহমান মুঠোফোনে জানান, “ওই জমিতে আমাদেরও অংশ রয়েছে। আদালতে মামলা চলমান থাকায় কেউ ধান লাগাতে পারবে না। আমরা কাউকে মারধর করিনি, বরং তারা নিজেরাই সেখানে গিয়ে গোলমাল করেছে।”
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”