নাজিরপুরে রাস্তাঘাট নির্মান ও সংস্কারের দাবীতে মানববন্ধন

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৫:৩৮ পিএম
storage/2025/august/10/news/fair-news-service_689884a15a4c0-1754825889.jpg

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের  রাস্তাঘাট সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা গনসংহতি আন্দোলন।  

আজ রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। 

মানববন্ধনে পৃথক পৃথক বক্তব্যে বক্তারা বলেন, পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ. ম রেজাউল করিম এবং পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাদের ভাইয়েরা এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিশেষ করে নাজিরপুর-খেজুরতলা এবং নাজিরপুর থেকে বৈঠাকাটা বাজার পর্যন্ত এ রাস্তার কাজ না করেই প্রায় দেড় শত কোটি টাকা আত্মসাৎ করেছে। 

ওই সব অর্থলুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবী জানান, এবং জনদূর্ভোগ লাঘবের জন্য প্রধান উপদেষ্টার কাছে নতুন করে বাজেট দেওয়ার বিনীত অনুরোধ জানান। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন বরিশাল বিভাগের সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু, গণসংহতি আন্দোলনের, বরিশাল জেলার সহ সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সদস্য মারুফ আহমেদ, নাজিরপুর উপজেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক মো: ইয়ার আলী শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক, মো: শফিকুল ইসলাম হাওলাদার (শাওন) ও সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে