গজারিয়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৬:০১ পিএম
storage/2025/august/10/news/fair-news-service_689889ff6959a-1754827263.jpg

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ডা.আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের চলতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ রোববার সকাল দশটায় শিক্ষা প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি আ.ক.ম. মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, ‘ এই প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তার ফরম পূরণের জন্য টাকা নিব না আমরা। এসএসসি পাশ করে ভালো রেজাল্ট নিয়ে যেসকল শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখায় ভর্তি হবে তাদের বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে। এখান থেকে এইচএসসি পাশ করার পরে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়ে যদি কোন শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ে তবে তাকেও সহযোগিতা করব আমরা’।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব শরীফ হোসেন মাস্টার, নিউজিল্যান্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ বশির উল্যাহ। স্কুলের কলেজের ম্যানেজিং  কমিটির সদস্য মহাসিন মিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে