গজারিয়ায় ১৫ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই গ্রেফতার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৬:১১ পিএম
storage/2025/august/10/news/fair-news-service_68988c6197419-1754827873.jpg

মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. লিটন কসাই ওরফে ইয়াবা বদি (৩৯) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। রবিবার ১০ আগষ্ট দুপুরে উপজেলার আনারপুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গজারিয়া থানা পুলিশ।

লিটন কসাই গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি এলাকায় “ইয়াবা বদি” নামেও পরিচিত এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও অন্যান্য অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “লিটন কসাই বহুদিন ধরে পুলিশের ‘ওয়ান্টেড লিস্টে’ ছিলেন। তিনি চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য এবং এলাকায় মাদক বিস্তারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।”


ওসি আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন কসাই মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, তার গ্রেফতারের মাধ্যমে স্থানীয় মাদক চক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে।

প্রসঙ্গত, গজারিয়া থানা পুলিশের তথ্য অনুযায়ী, লিটন কসাই দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক তার চক্রের মাধ্যমে মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করা হতো।

আপনার জেলার সংবাদ পড়তে