৭২ ঘন্টা পরিবহন ধর্মঘটে একাত্মতা ঘোষণা

রংপুর বিভাগীয় ট্রাক কাভাড ভ্যান মালিক সমিতির

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৬:৩২ পিএম
রংপুর বিভাগীয় ট্রাক কাভাড ভ্যান মালিক সমিতির

রংপুর বিভাগীয় ট্রাক কাভাড ভ্যান মালিক সমিতি ১২ আগস্ট সাড়া বাংলাদেশের সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ঘোষিত পরিবহন ধর্ম ঘট কর্মসূচিতে রংপুর বিভাগীয় ট্রাক কাভার ভ্যান মালিক সমিতি একাত্মতা ঘোষণা করেছেন। এ উপলক্ষে ১০ আগস্ট রবিবার রংপুর জেলা ট্যাক মালিক সমিতি কার্যালয়ে এস,এ,জুবায়ের বুচ্চু  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপস্থিত ছিলেন রংপুর কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড়, জেলা নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় আগামী ১২ ই আগস্ট ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট সফল করার সিদ্ধান্ত গৃহীত   হয়। 

এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক  সাধারণ সম্পাদক, মোঃ আশিকুর হোসেন আশিক , সড়ক সম্পাদক, গাজী সুলতান সালাউদিন,দপ্তর সম্পাদক, মোহাম্মদ এনামুল হক সরদার , সড়ক সম্পাদক, রাহান আলী গোলাফ,কোষাধক্ষ্য,মোঃ আবুল কালাম, প্রমুখ। আলোচনা সভাশেষে রংপুর বিভাগীয় ৯ সদস্য আহ্বায়ক  কমিটি  গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে