পিরোজপুরের কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:২০ এএম
পিরোজপুরের কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী

“প্রাণের জাগরনে তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী” এই পাঞ্জেরী হলেন পিরোজপুর জেলার একজন দানবীর মরহুম আব্দুস সোব্হান। তিনি কেবল দানবীরই ছিলেন না, ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি জেলার সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামের বাসিন্দা। তেজদাসকাঠী গ্রাম এবং সন্নিহিত গ্রামের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে তাঁর একক প্রচেষ্টায় ওই গ্রামে ৩০ বছর আগে তেজদাসকাঠী কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রামে তিনি কেবল একটি কলেজই নয়, প্রতিষ্ঠা করেছেন শিশু শিক্ষালয়, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, ইয়াতিমখানা। মরহুম আব্দুস সোব্হান নিজের নাম প্রচার বিমুখ ছিলেন। তাই তিনি যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেন তখন গ্রামের সব মানুষ প্রতিষ্ঠানগুলোর নাম তার নামে করার প্রস্তাব করলে তিনি সবিনয়ে তা প্রত্যাখান করেন।  গত শুক্র ও শনিবার দু’দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি উৎসব শেষ হলো। এ বর্ষপূর্তি অনুষ্ঠানে কলেজের নতুন ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখরিত। দু’দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ব্যক্তিত্ব পিরোজপুরের কৃতি সন্তান বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, পিকেএসএফ এর চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ও সাবেক সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেন।  শেষ দিনের অনুষ্ঠানে এক আলোচনা সভায় জাকির আহমেদ খান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা বড়দের সম্মান করবে ও মনোযোগ দিয়ে লেখাপড়া করবে যাতে মানুষের মত মানুষ হতে পারো। ভাল করে লেখাপড়া করো দেখবে তোমার চাকুরী খোঁজা লাগবেনা, চাকুরী তোমাকে খুঁজবে।   কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি  পিরোজপুর এর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে মরহুম আব্দুস সোব্হানের যোগ্য উত্তরসুরী পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন এর সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: মোস্তাফিজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ খান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে