কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৭:৫৮ পিএম
storage/2025/august/10/news/fair-news-service_6898a58a42607-1754834314.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে  কচুয়া উপজেলায় এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সকালে উপজেলার কচুয়া আলিম মাদ্রাসার হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া সদর ইউনিয়ন  জামায়াতের আমির মো: আতিয়ার রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রেজাউল করিম।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন

জেলা নায়েবে আমীর এ্যাডঃ আঃ অদুদ, জেলা সহ সেক্রেটারি  অধ্যাপক ইকবাল হোসাঈন, এ্যাডঃ মুস্থাঈন বিল্লাহ,মাওঃ অধ্যক্ষ আলতাফ হোসাঈন,অধ্যাপক শহিদুল ইসলাম খুলনা,  বাগেরহাট ২সংসদ সদস্য প্রাথী শেখ মন্জুরুল হক রাহাদ,উপজেলা আমীর মোঃ রফিকুল ইসলাম মাষ্টার আমিনুল ইসলাম উপজেলা নায়েবে আমীর মাওঃ শহিদুল  ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম। সাবেক ছাত্র নেতা এনামুল কবির,মওঃ আলতাফ হোসাঈন তাওহীদুল ইসলাম। রাহাতুল ইসলাম, জাহিদুল ইসলাম, মঈনুল ইসলাম, মতিউর রহমান।প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, “দেশ ও জাতির সার্বিক কল্যাণে আদর্শ ও দক্ষ কর্মী গড়ে তোলার কোনো বিকল্প নেই। আত্মশুদ্ধি ও চারিত্রিক গুণাবলি বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

শিবিরে অন্যান্য বক্তারা আদর্শিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি ও সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই শিবিরে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনার সেশনের মাধ্যমে কর্মীদের মানোন্নয়ন এবং দায়িত্ববোধ জাগরণের কার্যক্রম পরিচালিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে