কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১০:৪২ পিএম
কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালে জনবল কম এবং অপারেশন থিয়েটারের আশপাশে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছেন। হাসপাতাল ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নাধীন জামালপুর বাজারস্থ নুবহা জেনারেল হাসপাতালে জনবল কম থাকায় এবং অপারেশন থিয়েটারের আশপাশে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দি মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী বেসরকারি নুবহা জেনারেল হাসপাতালে নগদ এক লক্ষ টাকা অর্থদÐ প্রদান করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। অন্যান্যের মাঝে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) মো. সেলিম মিয়া ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে