গাজায় আল-শিফা হাসপাতালের বাইরে ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ১০:৫৪ এএম
গাজায় আল-শিফা হাসপাতালের বাইরে ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি মিডিয়া তাঁবুতে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যভিত্তিক হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় সংঘটিত এই হামলায় মোট সাতজন প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছেন আল-জাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ (২৮), মোহাম্মদ কুরাইকেহ, ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মোমেন আলিওয়া।

আল-জাজিরা জানিয়েছে, নিহতরা হাসপাতালে অবস্থানরত আহত ও বাস্তুচ্যুত মানুষদের খবর সংগ্রহ করছিলেন। ঠিক সেই সময় ইসরায়েলি বাহিনী তাদের তাঁবু লক্ষ্য করে হামলা চালায়। গণমাধ্যমটি এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত আক্রমণ এবং স্পষ্ট ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’ হিসেবে উল্লেখ করেছে।

ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্বীকার করে যে, তারা আনাস আল-শরিফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইডিএফের দাবি, তিনি হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। তবে আল-জাজিরা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও প্রমাণহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল-জাজিরাকে বলেন, “আল-শরিফের দৈনন্দিন কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে সত্য তুলে ধরা—সহিংসতায় জড়িত থাকার কোনো প্রমাণ নেই।”

আনাস আল-শরিফ গাজা উপত্যকার চলমান সংঘাতের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত প্রতিবেদন দিতেন। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণের খবর জানাচ্ছিলেন। তার শেষ ভিডিওতে শোনা যায় প্রবল বিস্ফোরণের শব্দ, যা মুহূর্তের জন্য আকাশকে কমলা আলোয় আলোকিত করেছিল।

আল-জাজিরা অভিযোগ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল-শরিফকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে ‘উসকানিমূলক প্রচারণা’ চালিয়েছে। জাতিসংঘ ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সম্প্রতি আল-শরিফের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, চলমান সংঘাতে গাজায় অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত এবং ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।