কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল আর নেই

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ১১:৪৫ এএম
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল আর নেই

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন সরদার(৭৫)আর নেই। রোববার বেলা সাড়ে তিনটার দিকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের বাসিন্দা মরহুম হেলাল উদ্দিন সরদার।স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে রণাঙ্গনের মাঠে একজন সম্মুখ যোদ্ধার ভূমিকা পালন করেছেন। তিনি তার বীরত্ব ও ত্যাগের জন্য সর্বমহলেই বেশ পরিচিত ছিলেন। জাতির এই সূর্য সন্তান দীর্ঘ জীবদ্দশায় তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষায় সচেষ্ট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি  রেখে গেছেন। সন্ধ্যার আগে মরহুমের মরদেহ নিজ বাড়ীতে আনা হলে তাকে এক নজর দেখার জন্য ভীড় জমে। 

তাঁর মৃত্যুতে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে