আশাশুনিতে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪০ এএম
আশাশুনিতে  ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ

আশাশুনিতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অর্থের ব্যক্তিক অনুদানে ৩ জন ভিক্ষুক পুনর্বাসন ও ৪৩ জনের এককালীন অনুদান বিতরণ করা হযেছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম আলোচনা রাখেন। অনুষ্ঠানে ৪৩ জনকে ১ লক্ষ ১০ হাজার টাকার এককালীন ব্যক্তি অনুদান এবং ভিক্ষুক বুধহাটার সখিনা খাতুনকে ৩৬ হাজার টাকা মূল্যের ৪টি ছাগল, শ্বেতপুর গ্রামেন ভিক্ষুক কোহিনুর বেগমকে ৩৬ হাজার টাকা মূল্যের ৪ টি ছাগল ও ভিক্ষুক যদুয়ারডাঙ্গা গ্রামের মানু সানাকে ৩৫ হাজার টাকা মূল্যের ৪টি ছাগল প্রদান করা হয় এবং একই সাথে তাদের ৩ জনকে ১ হাজার টাকা করে যাতয়াত খরচ প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে