আদালতে ফের রিমান্ডে সাবেক এমপি সোলায়মান সেলিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০২:২৯ পিএম
আদালতে ফের রিমান্ডে সাবেক এমপি সোলায়মান সেলিম

রাজধানীর লালবাগে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের পুত্র ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াক এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন সকালে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জানায়, একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে ২০২৪ সালের ২৮ জুলাই প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, সেলিম অস্ত্র হাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলায় অংশ নেন। ফুটেজের নির্দিষ্ট সময় উল্লেখ করে তারা দাবি করেন, সেলিম শুধু উপস্থিতই ছিলেন না, বরং হামলার সময় সঙ্গীদের নির্দেশনা দেন। তদন্ত কর্মকর্তার মতে, এই মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অন্যান্য জড়িতদের শনাক্তে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তবে আসামিপক্ষের আইনজীবী এ কে এম শাহনেওয়াজ রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি যুক্তি দেন, পূর্বে চার দিনের রিমান্ডে নেওয়া হলেও কোনো প্রমাণ মেলেনি, তাই প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। শুনানি শেষে আদালত সাত দিনের বদলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ। পরদিন ১৯ আগস্ট তার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫২ জনকে আসামি করা হয়। সেলিমও এই মামলার অন্যতম আসামি।

এছাড়া একই দিনে আদালত পৃথক মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে