সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৩:৪১ পিএম
সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে গজারিয়া প্রেস ক্লাব। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের জীবন কেড়ে নেওয়া আমাদের গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজের বিচারব্যবস্থা সম্পর্কে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয়নি, বরং এটি আমাদের গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজের বিচার ব্যবস্থা সম্পর্কে এক গভীর সংকট তৈরি করেছে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা খুবই জরুরি।,

সাংবাদিক তুহিন সম্পর্কে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সাহসী সাংবাদিক, যার লেখনী সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করেছিল। তার এই নির্মম হত্যার ঘটনা শুধুমাত্র তার পরিবার এবং বন্ধুদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য এক গভীর শোক ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক,  মোহাম্মদ আরফিন, বিজয় টিভি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ও  দৈনিক আমার দেশের গজারিয়া প্রতিনিধি গজারিয়া প্রেসক্লাব সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম নয়ন,  গ্লোবাল টেলিভিশনের গজারিয়া উপজেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ এর প্রতিনিধি শেখ নজরুল ইসলাম,  দেশ রূপান্তরের প্রতিনিধি আজিজুল হক  পার্থ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আমজাদ হোসেন,আমাদের সময় উপজেলা প্রতিনিধি জুয়েল দেওয়ান, ফাল্গুনী টিভির উপজেলা প্রতিনিধি সোলাইমান শিকদার,   দৈনিক আমার বার্তার প্রতিনিধি মকবুল হোসেন, বিচিত্র সংবাদের স্টাফ  রিপোর্ট শাকিল প্রধান, দৈনিক  দেশ বুলেটিন জেলা প্রতিনিধি অহিদুল ইসলাম রনি  দৈনিক সমাচারের উপজেলা প্রতিনিধি  ওসমান গনী হৃদয় সহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম  কর্মীরা উপস্থিত ছিলেন ।

আপনার জেলার সংবাদ পড়তে