কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে জরিমানা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৭ এএম
কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে  জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন। ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত জানান, উপজেলার নলগাঁও বাজার সংলগ্ন উত্তর পাশ থেকে মাটি ব্যবসায়ী ও ড্রাম ট্রাক চালক জয়দেবপুরের চান্দনা চৌরাস্তার মমতাজ উদ্দিনের পুত্র আলাউদ্দিনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অপরদিকে গাজীপুর সদরের কড্ডার আফসার আলীর পুত্র ড্রাম ট্রাক চালক রাজুর নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। তাদের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা এবং বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জরিমানা আদায় করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে