পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগ: নিজ গ্রামকে জানি

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৫:১১ পিএম
পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগ: নিজ গ্রামকে জানি

শিশুদেরকে নিজ গ্রাম সম্পর্কে জানতে এক ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তার এ উদ্যোগে আজ সোমবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “নিজ গ্রাম সম্পর্কে জানি” শীর্ষক পরীক্ষা। পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।    

উপজেলার ৬৯ নং ভান্ডারিয়া মাডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ঐতিহ্য চর্চা এবং সচেতনতা বাড়াবে। 

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে এসে জানান, জেলা প্রসশকের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল বিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রশ্নপত্রে গ্রামের নাম, ঐতিহ্য, নদী, খাদ্যাভ্যাস, লোকসংস্কৃতি ইত্যাদি বিষয়ে পরীক্ষায় প্রশ্ন ছিল। 

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর নিজ গ্রামকে জানা উচিত। সে নিজের গ্রামকে চিনতে পারলে সে তার ইউনিয়,  উপজেলা, জেলা তথা দেশ সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। যাতে প্রতিটি শিক্ষার্থী তার গ্রামের ইতিহাস, সংস্কৃতি, জনপদ ও পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা রাখতে পাওে সে জন্যই এ উদ্যোগ।

আপনার জেলার সংবাদ পড়তে