পোরশায় টাইফয়েড টিকাদান বিষয়ে সমন্বয় সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৫:৫৭ পিএম
পোরশায় টাইফয়েড টিকাদান বিষয়ে সমন্বয় সভা

নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন/২০২৫ সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় নওগাঁ জেলা এফআইএমও ডাঃ লুৎফর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজির আহেম্মেদ, থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে