ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে চলতি বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ইসলামি ছাত্র শিবির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ইসলামি ছাত্র শিবির পাগলা থানা শাখার সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে আগামী দিনে দেশে সৎ, দক্ষ ও নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। তিনি বলেন, শিক্ষার চেয়ে সুশিক্ষিত হওয়া জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা সাবেক ভিপি আবদুল্লাহ আল মিনহাজ ও ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি কবি শফিকুল ইসলাম হামিম।
এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা আমীর ও ময়মনসিংহ জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলা সেক্রেটারী মাওলানা আশরাফুল ইসলাম ও
গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় দেড় শত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনাসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।