রাজারহাটে গাঁজাসহ ড্রাইভার আটক

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫২ এএম
রাজারহাটে গাঁজাসহ ড্রাইভার আটক

কুড়িগ্রামের রাজারহাটে ৩৫ কেজি গাঁজাসহ মোস্তাক আহমেদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। আটককৃত মোস্তাক আহমেদ কচাকাটা থানার টেপারকুটি গ্রামের মাহালমের ছেলে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলার রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আটক করা হয় বলে র‌্যাব-১৩ জানিয়েছে।  র‌্যাব-১৩ জানায়, র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রোববার(২২ডিসেম্বর) তারিখ আনুমানিক ২টায় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ৩নং রাজারহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মিনি পিকআপ তল্লাশি করে ৩৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিকআপ চালক মোস্তাক আহমেদ(২৬)কে আটক করে রাজারহাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ মিডিয়া মুখপাত্র ফ্লাইট লেঃ সিনিয়র সহকারী পরিচালক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, রোববার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন গাঁজা এবং আটকৃতকে থানায় নিয়ে আসেনি কেউ। তবে গাঁজা উদ্ধারের বিষয়টি র‌্যাব কর্তৃক অবহিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে