চুরি হওয়া বাস মানিকগঞ্জ থেকে উদ্ধার

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৬:৫৯ পিএম
চুরি হওয়া বাস মানিকগঞ্জ থেকে উদ্ধার
কালিয়াকৈরে চুরি হওয়া বাস মানিকগঞ্জে উদ্ধার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর থেকে চুরি হওয়া একটি বাস অবশেষে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, হরতকীতলা গ্রামের বাসিন্দা মো. বেলায়েত হোসেন (৫৪) তার নিজস্ব একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৪০) "ঠিকানা পরিবহন" নামীয় ব্যানারে চন্দ্রা থেকে সাইনবোর্ড রুটে চালিয়ে আসছিলেন। বাসটির চালক হাবিব (৩২) ও কন্ট্রাক্টর ফজলুল হক নয়ন (৪৬) গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রা মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দেন। পরে তারা আর গাড়িটি ফিরিয়ে আনেননি। মালিকের পক্ষ থেকে বারবার ফোন করলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও গাড়ির কোনো সন্ধান না মেলায় কালিয়াকৈর থানায় জিডি করেন। কালিয়াকৈর থানার( উপপরির্দশক) সুজিত কুমার মৃধার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জে শিবালয় থানার উথুলী এলাকা থেকে সোমবার সকালে বাসটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আপনার জেলার সংবাদ পড়তে