সাদা পাথরে পাথর চুরি, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

এফএনএস (সিলেট): | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৭:২৮ পিএম
সাদা পাথরে পাথর চুরি, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের “সাদা পাথর”এলাকা অবৈধ পাথর উত্তোলন ও চুরির কারণে দ্রুত তার সৌন্দর্য হারাচ্ছে। প্রতিদিন জনসম্মুখে ও রাতের আঁধারে সংঘবদ্ধ চোরাকারবারিরা নৌকায় করে বিপুল পরিমাণ পাথর সরিয়ে নিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

সর্বশেষ ১০ আগষ্ট দিনের বেলায় প্রকাশ্যে পাথর লুটপাটের প্রতিবাদ ও পর্যটন স্পষ্ট রক্ষায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেভ সিলেট নামের একটি সামাজিক সংগঠন। 

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কুচক্রী মহল প্রশাসনের চোখের সামনে লুটপাট করছে পর্যটন স্পষ্টের পাথর। কিন্তু প্রশাসন উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এমন চলতে থাকলে পর্যটনে ধ্বংস নামবে। ক্ষতির সম্মুখীন হতে হবে পুরো সিলেটের।

এলাকাবাসীর দাবি, পর্যটন স্পট হিসেবে খ্যাতি পাওয়া এই সাদা পাথরের পাথরশয্যা এখন ফাঁকা হয়ে যাচ্ছে। প্রতিদিন ৫০ থেকে ১০০টি নৌকা ভরে পাথর চুরি হচ্ছে। অথচ কাছাকাছি পুলিশ ফাঁড়ি ও বিজিবি ক্যাম্প থাকলেও রাতের সময় কার্যকর নজরদারি নেই।


সম্প্রতি পুলিশ অভিযানে কিছুটা সাফল্য পেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ জুন রাতে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে এবং একটি পাথরবাহী নৌকা জব্দ করে। এর আগে গত মে মাসে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে পাথর চুরি ও অবৈধ উত্তোলনের অভিযোগে মামলা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা জানান, পাথরের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস হলে পর্যটকদের আগমনও কমে যাবে। এতে স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।

পর্যটন ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের কঠোর পদক্ষেপ, টহল বৃদ্ধি ও আইন প্রয়োগ ছাড়া এই অপরাধ বন্ধ হবে না। অন্যথায় অদূর ভবিষ্যতে সাদা পাথরের সৌন্দর্য শুধু ছবিতেই সীমাবদ্ধ থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে