দিনাজপুর শিক্ষা অফিসারের বিদয়ী সংবর্ধনা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৯ এএম
দিনাজপুর শিক্ষা অফিসারের বিদয়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ২২ ডিসেম্বর রবিবার বেলা ১১ টায় দিনাজপুর জেলা শিক্ষা অফিস হলরুমে দিনাজপুর জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনায় অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।  বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ নেজামুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাশিস বড়বন্দর দিনাজপুর এর জেলা সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন।  প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমানের সঞ্চালোচনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম জেলা সচিব মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার প্রচার সম্পাদক প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, সদর উপজেলা সভাপতি মোঃ মোকসেদ আলী, উপজেলা সচিব মোঃ আলমগীর, খানসামা উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, মোঃ লিয়াকত আলী, মামুনুর রশিদ, শাহ আলম, সালমা খাতুন, বিলাস চন্দ্র রায়, আনিসুর রহমান, আফজাল হোসেন, মোঃ আখের আলী, আনোয়ারুল ইসলাম, খায়রুল ইসলাম, মোঃ সালেহুর, সনদ চক্রবর্তী লিটু, মোকশেদুল আলম। বিদায়ী জেলা শিক্ষা অফিসার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমি আন্তরিকতার সাথে দিনাজপুরের শিক্ষাঙ্গনকে ভালো রাখার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায়। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষাঙ্গনের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।

আপনার জেলার সংবাদ পড়তে