নাটোরের বড়াইগ্রামে এক লাখ ২০ হাজার টাকায় ধর্ষণ চেষ্টা ধামাচাপা দেয়ার ঘটনায় এবার অভিযুক্ত ব্যাক্তি সালিশে থাকা বিএনপি নেতা ও নির্যাতিত শিশুর পিতাসহ আটজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার রাতে তিনি এ অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ওই শিশুটি (১০) প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চরগোবিন্দপুর গ্রামের গুলজার হোসেন তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে রাতেই ঘরোয়া বৈঠকে অভিযুক্তকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপস করা হয়। এদিকে, রোববার রাতে ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত গুলজার জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ সরদার ও নুর মোহাম্মদ নুর আলী এবং ওই শিশুর পিতাসহ আটজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, ঘটনার দিন ওই মেয়েটি রাস্তায় পিছলে পড়ে গেলে তিনি শুধু তাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। পরে রাতে তাকে জোনাইল বাজারে ডেকে নিয়ে গিয়ে অভিযুক্তরা মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করেন এবং তার কাছে জরিমানা হিসাবে নগদ এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তিনি নগদ টাকা দিতে না পারায় জোরপূর্বক দুটি চেকে ওই টাকার অঙ্ক লিখে নেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ সরদার বলেন, সালিশে অসংখ্য লোকের সামনে গুলজার নিজের দোষ স্বীকার করে স্বেচ্ছায় চেক সই করে দিয়েছে। পরে অন্য কারো প্ররোচনায় আমাদের নামে থানায় লিখিত অভিযোগ করেছে বলে শুনেছি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।