গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ত্রাসীদের হাতে নিহত প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের গ্রামের বাড়ি ফুলবাড়ীয়া ভাটিপাড়ায় সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর সভাপতি প্রেস ক্লাবের সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সদস্যবৃন্দদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন। পরে নিহত আসাদুজ্জামান তুহিনের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন, আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ও প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।