বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। সোমবার বিকালে ভোলার উপশহর বাংলা বাজারে বিএনপির নির্বাচনী প্রচার প্রচারণাকালে গণ সংযোগ চলা কালে তিনি এ লিফলেট বিতরণ করেন। বাংলাবাজারে দোকানপাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে তিনি ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি আলাউদ্দিন সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসিমউদদীন মাস্টার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।