দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০২:৫৭ পিএম
দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মিনারুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি গ্রামের মহন্তপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু মো. খায়রুল মহন্তের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু মিনারুল বাড়ির আঙিনায় খেলার সময় বাড়ি সংলগ্ন বৃষ্টির পানি জমে থাকা জলাশয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে