কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৪:১৬ পিএম
কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে যুব র‌্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ উপস্থিত তরুণ উদ্যোক্তা ও যুবদের শপথ পাঠ শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ১৩ জন যুব-যুবতীদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ, ঋণ পরিশোধকারী সফল আত্মকর্মী ও দক্ষ যুব সংগঠনকে সম্মাননা প্রদান করেন। পরে তিনি জুলাই যোদ্ধাদের স্মরণে উপজেলা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, যুবই শক্তি। যুবদের কল্যাণে কাজ করতে চাই। যারা উদ্যোমী তাদের ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে চাই। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু আন্দোলন করলেই হবে না। নিজের ও পরিবারের কথা চিন্তা করে আত্মনির্ভরশীল হতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্ম সংস্থার পথ সৃষ্টি করতে হবে। কর্মমুখী যেই কাজ আছে সেই দিকে এগিয়ে যেতে হবে। এই সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান সহ উপজেলার রেজিঃপ্রাপ্ত যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে