ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন সোহরাওয়ার্দী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ ও বিগত সময় প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ শুধু দেশের নয়, পুরো বিশ্বের পরিবর্তনের চালিকাশক্তি। তারা দেশের নানা সমস্যা সমাধানের মূল শক্তি। এবং তারাই দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তাই তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।