লৌহজংয়ের খালে বালুবাহী বলগেট চলাচল বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৬:২৭ পিএম
লৌহজংয়ের খালে বালুবাহী বলগেট চলাচল বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহড়ী- তালতলা পদ্মা নদীর সংযোগ খালে অবৈধভাবে বালুবাহী বলগেট চলাচলের নিয়ন্ত্রণে আইন শৃংখলা বাহিনীর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জরুরী সভা করেছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার। 

মঙ্গলবার ১২ আগস্ট  বেলা ১২ টার সময় লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে লৌহজং উপজেলার ডহড়ী- তালতলা পদ্মা নদীর সংযোগ খালে অবৈধভাবে বালুবাহী বলগেট চলাচলের নিয়ন্ত্রণে আইন শৃংখলা বাহিনীর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল ইমরান, লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, মো. মনিরুজ্জামান পুলিশ পরিদর্শক (তদন্ত), আঃ আউয়াল কোস্ট গার্ড কর্মকর্তা (মাওয়া অফিস), মো. মামুন (সাব ইন্সপেক্টর), সাবরিনা আবেদীন (ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, খিদির পাড়া), মোহাম্মদ শামসুদ্দীন (ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, গাঁওদিয়া), প্রশান্ত কুমার দত্ত (ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, কলমা), মো. টিটু সিকদার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গাঁওদিয়া ইউনিয়ন), মো. মমিন উদ্দিন হিরন প্যানেল চেয়ারম্যান, কলমা ইউনিয়ন, মো. হামিদ চাকলাদার (ডহড়ী ৬ নং ওয়ার্ড মেম্বার) ও স্থানীয় গনমাধ্যমকর্মীগন।

এসময় স্থানীয় জনপ্রতিনিধিগন আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতাসহ এলাকাবাসীদের নিয়ে ডহড়ী-তালতাল খালের লৌহজং উপজেলা অংশে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পালা ক্রমে পাহাড়া দেওয়ার অভিমত ব্যাক্ত করেন। যাতে করে অবৈধভাবে এই খাল দিয়ে বালু বাহী বলগেট চলাচল করতে না পারে।

উল্লেখ্য যে, এই ডহড়ী- তালতলা খাল দিয়ে বালুবাহী বলগেট চলাচল করে অতিরিক্ত ঢেউয়ের কারনে খালের দুই পাড় ভেঙ্গে গিয়ে স্থানীয় এলাকার জনসাধারণের চরম ভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে। এ গুলো চলাচলে বন্ধের জন্য এর আগে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হলেও সাময়িক ভাবে কিছু দিন বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু করছে। 

এই এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রশাসনের কাছে একটাই দাবী এই খাল দিয়ে বালুবাহী ট্রলার বা বলগেট চলাচল বন্ধ করে খালের দুই পাড়ের গ্রাম গুলোকে যেন ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, এই সমস্যা সমাধানের জন্য আমি আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ নির্দেশনা দিয়েছি। তবে এই খাল দিয়ে অবৈধ বালুবাহী ট্রলার বা বলগেট যাতে চলাচল করতে না পারে এই ব্যাপারে লৌহজং উপজেলা প্রশাসন সবসময় জিরো টলারেন্স। 

আপনার জেলার সংবাদ পড়তে