রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলালের স্ত্রী শ্রীমতি মালতী দাসকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টায় নিহতের বেলতলী ঘনিরামপুর বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা নিজেই এই চেক হস্তান্তর করেন।
ইউএনও রুবেল রানা জানান, নিহত রুপলালের মেয়ে নুপুরের বিয়ের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদকে অতিরিক্ত সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।