লৌহজংয়ে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৬:৫২ পিএম
লৌহজংয়ে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মনিটরিং করা হয়। 

মঙ্গলবার দুপুর বারোটা থেকে দেড়টা মনিটরিং করে ঈশা আইসক্রিম ফ্যাক্টরি তে দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে। প্রতিষ্ঠান টিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় আইসক্রিম প্রস্তুত করবার জন্য সতর্কতামূলক নির্দেশ দেয়া হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম। 

আপনার জেলার সংবাদ পড়তে