নীলফামারীর কিশোরগঞ্জের ৬টি ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ও গোটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় ইউএনও প্রীতম সাহা এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নীল রতন দেব, কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, ইউপি চেয়ারম্যনবৃন্দ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গ্রাম উন্নয়ন কমিটির নেত্রীবৃন্দ, শিশু ও যুব ফোরোমের সদস্যগণ।