রাজনৈতিক অঙ্গনে বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, তাই নেতাকর্মীদের এ ধরনের প্রচারণার বিষয়ে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। *যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ* শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজস্ব সংগ্রামের মাধ্যমে নির্বাচনকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। এখন আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য কাজ করা।”
তিনি আরও বলেন, “যেহেতু বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, তাই আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
আলোচনা সভায় মহাসচিব সব সহযোগী সংগঠনকে একযোগে কাজ করে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।