জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহীর চারঘাট উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। রবিবার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে (২২ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় মহাসমাবেশ সফল করতে রাজশাহী জেলা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে চারঘাট উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ইসরাইল হোসেন সরকারকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত সভাপতি-সম্পাদক। ১৩ সদস্যের উপজেলা কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ন-সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পিন্টু আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ও প্রচার সম্পাদক শিমুল রানা। এছাড়াও কমিটির সদস্য- সাইফুল ইসলাম রায়হান, সজিব ইসলাম, মোঃ কামরুজ্জামান, সনি আজাদ ও রিগেন সরকার।