‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার(১২আগষ্ট) সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মডেল মসজিদের হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। উপজেলা যুব উন্নয়নের ক্যাশ অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও জুলাই যোদ্ধা ছাত্র আল মিজান মাহিন। পরে যুব ঋনের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। শেষে শহীদ জুলাই যোদ্ধাদের স্বরণে উপজেলা পরিষদে বৃক্ষরোপন করা হয়েছে।সবশেষে আরডিআরএসবাংলাদেশ এর সহযোগীতায় এসএসসি(যুব সংগঠনের সদস্য) পরীক্ষায় ভাল ফলাফল কারীদের পুরষ্কার বিতরণ করা হয়।