আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন

পিরোজপুরের সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০১:৪৯ পিএম
পিরোজপুরের সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সমপদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পিরোজপুরের সাবেক এক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। মামলার আসামীরা হলেন সাব-রেজিস্ট্রার আবদুর রব ও তার স্ত্রী নাছরিন আক্তার। দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে আজ মঙ্গলবার ওই মামলা করেন বলে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দুদক জানিয়েছে, নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহকৃত ফরমে উল্ল্লেখিত সমপদ বিবরণীতে  ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সমপদের তথ্য গোপন করেছেন। দুদক অনুসন্ধান কওে জেনেছে, তার নামে ২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সমপদ রয়েছে। যা তার বৈধ আয়ের চেয়ে ২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি।

মামলার অভিযোগে বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সমপদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংও করেছেন। 

দুদক অনুসন্ধান করে দেখেছে, আবদুর রব ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজ শিক্ষক ছিলেন এবং তার নামে সমপদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তার ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সমপদ অর্জিত হয়। নাছরিন আক্তারও শিক্ষকতা ও ব্যবসার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র নেই। 

সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানিয়েছেন, ওই দু’আসামীর বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমান পাওয়া যাওয়ায় তাদেও বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দন্ডবিধির ১০৯ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে